সিলেটে মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে ছাত্রদল নেতা রাজার বাসায় হামলা- অগ্নিসংযোগ
চেম্বার প্রতিবেদক: সিলেটে মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার অভিযোগ ওঠায় এক ছাত্রদল নেতা, মো: কবিরুল ইসলাম রাজার (২৫) বাসায় হামলা এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। এ ঘটনা ঘটে গতকাল শনিবার (৮ অক্টোবর) রাতে, নগরীর শিবগঞ্জ লামাপাড়া মোহিনী ৬৭-ক নং বাসায়। রাজা, তিনি ছাত্রদল আন্দোলনের সাথে সংশ্লিষ্ট, শিবগঞ্জ লামাপাড়ার আব্দুল হাফিজের ছেলে।
জানা যায়, রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালনের উদ্যোগ নেয় স্থানীয় জনগণ। অনুষ্ঠানের জন্য কবিরুল ইসলাম রাজার বাড়ির পাশের জায়গা নির্ধারণ করা হয়। তারপর বিদ্যুৎ সংযোগের প্রয়োজন দেখা দিলে রাজার কাছে অনুমতি নিতে যান দুজন স্থানীয় ছাত্রলীগের নেতা তারা হচ্ছেন সালেহ আহমেদ (৩১) এবং রমিজ উল্লাহ(৩৮)। রাজা বিদ্যুৎ সংযোগ দিতে অপারগতা প্রকাশ করেন। কারণ তিনি ঈদে মিলাদুন্নবী পালনের বিপক্ষে। এভাবে দুজন ছাত্রলীগ নেতা এবং একজন ছাত্রদল নেতার মাঝে বিবাদ শুরু হয়। বিবাদ এর একপর্যায়ে ছাত্রলীগ নেতারা মহানবী সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগ তুলেন যার ফলে ওই দুই স্থানীয় ছাত্রলীগ নেতা এবং স্থানীয় জনগণ মিলে রাজার বাড়িতে অগ্নিসংযোগ করেন। তৎক্ষণাৎ প্রাণের ভয়ে রাজা এবং তার পরিবার অন্যত্র পালিয়ে যান নিজেদের জান বাঁচাতে।অভিযোগের বিষয়ে রাজার সাথে কথা বললে তিনি নিজেকে একজন ধর্মপ্রাণ মুসল্লী হিসেবে দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেন। পুরো পাড়ায় বিষয়টি ছড়িয়ে পড়ায় এখন সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।