সিলেট নগরী থেকে হত্যা মামলার আসামী ব্যবসায়ী জুবের আহমদ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: সিলেট নগরীর বন্দর বাজার থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের আল রাব্বানী আতর হাউজ থেকে এ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগিতায় শাহপরান থানা পুলিশ আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে তাকে আটক করে। আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, মোা: জুবের আহমদ বন্দর বাজারের একজন পারফিউম ব্যবসায়ী ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল কহাইগ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, একটি হত্যা মামলার এজহারভুক্ত প্রধান আসামি ছিলেন জুবের আহমদ। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন থেকে অভিযান পরিচালনা করছে। গতকাল বন্দরবাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ।