কানাইঘাট ঝিংগাবাড়ীতে দুর্বৃত্তদের হামলা- ভাংচুর, আহত ৩ জন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের পূর্বগ্রামের মো: জাকারিয়ার (৬০) বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় জাকারিয়ার পূর্ব গ্রামের বাড়িতে যায় একদল দুর্বৃত্ত। ৪/৫ টি মোটর সাইকেল যোগে মুখোশধারী ৮/৯ জন দুর্বৃত্ত বাড়িতে গিয়ে ভাংচুর শুরু করে। এ সময় বাড়ির মালিক জাকারিয়া বাঁধা দিতে গেলে তার উপর আক্রমন চালায় দুর্বৃত্তরা। জাকারিয়াকে রক্ষায় স্ত্রী ও ছেলে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা।

এ সময় দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র ভাংচুর করে ও যাবার সময় বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায়।
হামলার ঘটনায় জাকারিয়ার বাড়িতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সন্ত্রাসীরা হামলা করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে এবং বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা চালায়।
পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

বাড়ির মালিক জাকারিয়া সাংবাদিকদের বলেন, আমার ছেলে ইশহাক আহমদ, সে বর্তমানে আমেরিকায় থাকে। দেশে থাকা অবস্থায় ইশহাক এলডিপির রাজনীতি করতো।
সে কেন এলডিপির রাজনীতি করতো এটা নিয়ে দেশে থাকা অবস্থায় তার উপর বিভিন্ন সময় হামলা হয়েছে।
এখন পট পরিবর্তনের পর বিএনপি জামায়াত-শিবির তাদের মতাদর্শের উল্টো যারা রাজনীতি করেন তাদের বাড়িতে হামলা ভাংচুর করে তাদের আধিপত্য বিস্তার করতো চাইছে। আর এরই প্রেক্ষিতে আমার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট।