কানাইঘাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটের লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ওএমএস ডিলার নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার সকাল ১১টায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ওএমএস ডিলারের আবেদনকারীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে লটারির মাধ্যমে ৫ বছরের জন্য কানাইঘাট পৌরসভার ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল ভট্টাচার্য, কানাইঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন রায়, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ওএমএস ডিলারের আবেদনকারীরা।
জানা যায়, পৌরসভার ৬ জন ওএমএস ডিলার নিয়োগে মোট ১৬ জন আবেদন করেন। এরমধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে ১১জনের মধ্যে লটারি করা হয়। কোন ধরনের তদবির ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ দেয়ায় সকল মহল নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে সাধুবাদ জানান।