নেপথ্যে প্লাজা বিক্রি ও দখল: সিলেটে সৎ ছেলের হামলায় মা আহত

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জিন্দাবাজারে কমার্শিয়াল প্লাজার বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে সৎ ছেলে সাজ্জাদুর রহমানের হামলায় মা আয়ারুন নেছা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল অনুমান ১০টায় জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আয়ারুন নেছা জানান, আমার বিয়ের সময় আমার
মরহুম স্বামী আজিজুর রহমান আমাকে বিয়ের কাবিন নামার সম্পদ হিসেবে একটি কমার্শিয়াল প্লাজা দলিল করে দেন। স্বামীর মৃত্যুর পর সৎ ছেলেরা এটা দখল নিতে চায়। আমি আমার সম্পদ দিতে রাজি না হওয়ায় তারা আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে আমি আমার প্লাজা বিক্রি করে দিতে চাই। গতকাল আমি ক্রেতা নিয়ে যখন আমার প্লাজার জায়গা দেখাতে যাই তখন সৎ ছেলে সাজ্জাদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য হামলা করে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আয়ারুন নেছা।