ইউকেতে অবৈধ সন্তান জন্ম:ওসমানী নগরে উগ্র সামপ্রদায়িক গোষ্টির হামলা ও হুমকি
নিজস্ব প্রতিনিধি: ইউকেতে প্রেমের সম্পর্কে জড়িয়ে অবৈধভাবে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন সিলেটের
ওসমানী নগরের সুবেনা নামে এক নারী। অবৈধ সন্তান জন্মের খবর পেয়ে ক্ষোভে ফুঁসছেন ওসমানীনগরের ধর্মপ্রাণ মুসলমান। এ উপজেলার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি সন্তান জন্ম দানের ঘটনায় নবাগত কন্যা শিশুর মা সুবেনার পরিবারকে হুমকি দিচ্ছেন স্থানীয় ধর্মীয় সম্প্রদায়গোষ্ঠী। এখানেই শেষ নয় সুবেনার দয়ামীর গ্রামের বাড়িতেও হামলা করেছেন আলেম সমাজ। গত শুক্রবার পবিত্র জুম্মা’র দিন জুম্মার নামাজের পর মুসল্লীরা এক প্রতিবাদ সভা করে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সুবেনার এমন অনৈতিক কাজ পুরো ওসমানীনগরের মানুষের সম্মানহানি হয়েছে। এটাকে তারা নজিরবিহীন দৃষ্টান্ত বলে বর্ণনা করেন। এ গ্রামের মুরব্বি ও মসজিদের মুতায়াল্লী মাওলানা আব্দুর রহিম বলেন, ইসলামপ্রিয় এলাকার মানুষ হিসেবে সুবেনা যে কান্ড ঘটিয়েছেন তা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা কঠোর হস্তে এর জবাব দিবো।
স্থানীয়রা জানান, অবৈধ সন্তান জন্মের ঘটনায় বাড়িতে হামলা করে জ্বালিয়ে দেয়া হয়েছে নবজাতক সন্তানের মায়ের বাড়ি-ঘর। হামলায় আহত হয়েছেন নবজাতক সস্তানের নানী। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এ ঘটনায় এখানকার পরিস্থিতি উত্তাল রয়েছে।