সিলেট জেলা ছাত্রদল নেতা সাদিকুর রাহমানের উপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সাদিকুর রাহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর লামাবাজারস্থ ফিজার সামনে ছাত্রলীগের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
এ সময় ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাদিকুর রাহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাদিকুর। পরে স্থানীয় নেতাকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রদল নেতা সাদিকুর রাহমান সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব কাজী বাড়ীর মো: আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি মদন মোহন কলেজে অনার্সে লেখাপড়া করছেন।
জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামের অনুসারী কর্মী রাহেল সিরাজ, নাইম আহমদ ও সজিল দাসসহ সঙ্গবদ্ধ কয়েকজন সাদিকুর রাহমানের উপর আক্রমন করে। এ সময় সন্ত্রাসীরা সাদিকুর রাহমানকে শারিরীকভাবে প্রচন্ড মারধর ও লাঞ্চিত করে।
আহত ছাত্রদল নেতা সাদিকুর রাহমান হাসপাতালে এ প্রতিবেদককে বলেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্বাবধায়ক সরকারের দাবিতে মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে আমরা গত সপ্তাহে কলেজ প্রাঙ্গনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছিলাম৷ এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে দেখে নেয়ার হুমকি ধামকি দেয়। আর এ কারণেই আমার উপর বর্বরোচিত হামলা।
নিন্দা: এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সাদিকুর রাহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরণের কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, এটা কোন সুস্থ রাজনীতি হতে পারেনা। নেতৃবৃন্দ এসব হামলা-মামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, না হয় কঠোরভাবে জবাব দেয়া হবে।