আদালত চত্বরে হত্যা মামলার আসামীর আইনজীবির উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের আদালত চত্বরে হত্যা মামলার আসামীর একজন আইনজীবির উপর আজ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আইনজীবির নাম এডভোকেট আবুল কাশেম। তিনি সিলেট জেলা বারের আইনজীবি সমিতির সিনিয়র সদস্য। একইসাথে তিনি বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা সেক্রেটারি।

জানা যায়,তিনি একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ‘জাতীয় সমাজতান্ত্রিক দল’ (জেএসডি) বিয়ানীবাজার উপজেলার সাবেক নেতা সুমুনুল ইসলামের পক্ষের প্রধান আইনজীবি। গত ২৩ মার্চ রবিবার একটি হত্যা মামলার রায়ে সুমনুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার জরিমানা করেছেন আদালত। এর পূর্বে আরো ২ টি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন সুমন। এর মধ্যে একটি মামলায় ৫ বছর এবং আরেক মামলায় ৩ বছরের কারাদন্ড হয়েছে তার। তিনি বর্তমানে পলাতক।

আইনজীবি আবুল কাশেম জানান,তিনি শুরু থেকেই সুমনুল ইসলামের মামলাগুলো পরিচালনা করছেন৷ এ কারণে বাদী পক্ষ থেকে ইতিপূর্বে তাকে হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি সুমনুল ইসলামের অনুরোধে সদ্য ঘোষিত হত্যা মামলার আপিল বিষয়ে সিনিয়র আইনজীবিদের সাথে কয়েকদিন থেকে বৈঠক করছেন৷ আপিলের প্রস্তুতির জন্য ৩/৪ দিন থেকে তিনি আদালতে ব্যস্থ সময় পার করছেন৷ আজ দুপুর ৪ টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় প্রধান ফটকে তার উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে৷

এডভোকেট আবুল কাশেমের অভিযোগ,এ হামলার পেছনে জামায়াত সমর্থক আইনজীবিরা ভূমিকা রেখেছেন। তাদের সহযোগিতায় আলী হোসেন সহ বাদী পক্ষের লোকজন হামলা চালিয়েছেন। এ অবস্থায় তিনি নিরাপত্তা ঝুঁকিতে ভূগছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’এ পরিস্থিতিতে সুমনুল ইসলামের আপিল পরিচালনার দায়িত্ব পালন অসম্ভব। আজকের হামলার ঘটনায় প্রমাণ হয়েছে,বর্তমান সময়ে আইনজীবিরাও অনিরাপদ। তাই,আমি এই মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’