এমসি কলেজ ছাত্রাবাস থেকে ৩ শিবির কর্মী আটক,জেল হাজতে প্রেরণ
চেম্বার প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস থেকে ছাত্র শিবিরের তিন কর্মীকে ছাত্রলীগ কর্মীরা আটক করে নির্যাতনের পরে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটককৃতদের রাতে ওসমানী হাসপাতালে চিকিৎসা প্রদান করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন ছাতকের গোবিন্দনগর গ্রামের আব্দুস সালামের পুত্র ফয়সাল আলম, জুড়ীর জায়ফর নগর গ্রামের মৃত ফরমান আলীর পুত্র জহিরুল ইসলাম এবং কানাইঘাটের ধনপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আশিক উদ্দিন।
এ বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, এমসি কলেজ হোস্টেলের তিন শিবির কর্মী সংগঠিত হয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করতে যাচ্ছিল। ছাত্রলীগ কর্মীরা এ খবর পেয়ে শিবির কর্মীদের ঘেরাও করে আটক করে, এ সময় তাদের মধ্যে কিছুটা মারামারি হলে শিবিরের ৩জন আহত হন। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে প্রথমে ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। আটকের সময় হোস্টেল সুপারও উপস্থিত ছিলেন।