আগামীকাল সিলেট আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

চেম্বার ডেস্ক: আগামীকাল সোমবার (১৯মে) সিলেট আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের সিলেট বিভাগীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৯ মে সোমবার, বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ।

উক্ত অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,
সাংগঠনিক সম্পাদক, বর্ধিত ওয়ার্ড (২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯) এর শুধুমাত্র আহ্বায়ক বৃন্দ এবং ৬ টি থানা কমিটির আহবায়ক ও সদস্য সচিববৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো হচ্ছে। পাশাপাশি মহানগরের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ।