লোভাছড়ার নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর বুঝিয়ে দেয়া হয়েছে পিয়াস এন্টারপ্রাইজকে

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় মজুদ করে রাখা জব্দকৃত পাথরের মধ্যে সম্প্রতি নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম দাতা সিলেটের পিয়াস এন্টারপ্রাইজকে বুঝিয়ে দেয়া হয়েছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী নিলামকৃত পাথর টেন্ডারের শর্ত মেনে নিলামদাতা পিয়াস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ পরিবহন করতে পারবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলামকৃত পাথর পিয়াস এন্টারপ্রাইজকে বুঝিয়ে দিয়েছেন এবং এ সংক্রান্ত একটি চিঠির অনুলিপি উপজেলা প্রশাসনকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। নিলামকৃত পাথর পরিবহনের বিষয়টি দেখভাল ও তদারকি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করা হবে। টেন্ডারে নিলামকৃত পাথর পরিবহনে যেসকল শর্ত দেয়া হয়েছে তা অমান্য করা হলে নিলামকৃত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কোয়ারী থেকে পাথর উত্তোলন করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে নির্বাহী কর্মকর্তা জানান।

এদিকে নিলামকৃত পাথর পরিবহন করার জন্য পিয়াস এন্টারপ্রাইজের লোকজন গত বুধবার লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় গিয়ে সেখানকার কিছু পাথর ব্যবসায়ী, স্থানীয় বিএনপির কয়েকজন নেতাদের সাথে নিয়ে বৈঠক করেন বলে জানা গেছে। ইতিমধ্যে পিয়াস এন্টারপ্রাইজের লোকজন লোভাছড়া বাগান-বাগিচা ঘাটে তাদের লোকজনকে তদারকির জন্য বসিয়েছে।
উল্লেখ্য যে, লোভাছড়া পাথর কোয়ারীর লীজের মেয়াদ শেষ হলে পাথর ব্যবসায়ীদের উত্তোলনকৃত ১ কোটি ঘনফুট পাথর ২০২০ সালের প্রথম দিকে পরিবেশ অধিদপ্তর জব্দ করে। এ নিয়ে পাথর ব্যবসায়ীরা উচ্চ আদালতে একাধিক রীট পিটিশন মামলা করেন এবং জব্দকৃত পাথর দুইবার নিলামে বিক্রি করা হলেও পরবর্তীতে রীটের প্রেক্ষিতে স্থগিত করা হয়। সম্প্রতি জব্দকৃত পাথরের মধ্যে ৪৫ লক্ষ ঘনফুট পাথর পরিবেশ অধিদপ্তর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নিলাম দিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে পিয়াস এন্টারপ্রাইজ উক্ত নিলাম পান।