কানাইঘাটে নারীর উপর দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলা

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে এক নারীর উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির দলইমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দলইমাটি গ্রামের আব্দুছ ছাত্তার কামরুলের বিবাহিত মেয়ে তাসনিয়া আক্তারের ( ৩১) উপর কয়েকজন দুর্বৃত্ত হামলা করে, এতে তাসনিয়া আক্তার গুরুতর আহত হন।
আহত তাসনিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তাসনিয়া আক্তারের ছোট ভাই শাহরিয়ার আহমদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।
মূলত শাহরিয়ারকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার বড় বোনের উপর হামলা করে দুর্বৃত্তরা।

গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর বিভিন্ন সময় হামলা, তাদের বাড়িতে আক্রমন, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিএনপি
জামায়াত ও দুর্বৃত্তরা।

গত বছরের ১০ আগস্ট ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
এ সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন শাহরিয়ারের পিতা আব্দুছ ছাত্তার কামরুল।

এদিকে, তাসনিয়া আক্তারের উপর হামলার ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে কারা হমলা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।