সাংবাদিক আব্দুল হালিম সাগরের পিতার মৃত্যুকে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

কানাইঘাট প্রতিনিধিঃ দৈনিক সকালের সময় ও ডেইলি এইজ এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুল হালিম সাগরের পিতা কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব দাওয়াদারী নিবাসী পঞ্চায়েত মুরব্বী হাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, হাজী মোহাম্মদ আলী রাজাগঞ্জ এলাকার একজন প্রবীণ মুরব্বী ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবককে হারিয়েছেন যা সহজে পূরণ হওয়ার মতো নয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে, গত সোমবার রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আব্দুল হালিম সাগরের পিতা হাজী মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
গতকাল মঙ্গলবার বাদ যোহর সিলেট শহরের শিবগঞ্জ গোলাপবাগ-বোরহানবাগ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের লোকজন শরীক হন। পরে লাশ মানিকপুর কবরস্থানে দাফন করা হয়।