মিশিগানে সাংবাদিক শাহজাহান বুলবুলের সাথে কানাইঘাট এসোসিয়েশনের মতবিনিময়

চেম্বার ডেস্ক: যুক্তরাষ্ট্রে সফররত সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, এশিয়ান টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও কানাইঘাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শাহজাহান সেলিম বুলবুলের সাথে মতবিনিময় করেছেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এদিকে কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, প্রচার সম্পাদক সুলায়মান আল মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল আম্বিয়া, মুজিবুর রহমান, আলী আকবর, আতাউল বারী মাসনুন প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অফ মিশিগান-এর সভাপতি আবুল কালাম আজাদ।