কানাইঘাটে শিবির কর্মীর ওপর সন্ত্রাসী হামলা
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলা সদরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী। তার নাম বদরুল হক ছাদিক। তিনি উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামের ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বাইপাস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বিকেল ৪ ঘটিকার দিকে শিবির কর্মী বদরুল হক ছাদিক নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কানাইঘাট উপজেলা সদরে যাবার পথে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট সংলগ্ন বাইপাসে উপজেলা যুবলীগ নেতা হারুন রশীদ গ্যাং তার পথ গতিরোধ করেন। তখন হারুন ছাদিককে “বারবার বাঁধা দেয়া সত্ত্বেও কেন শিবির করো” এ কথা বলেই তার উপর আক্রমন শুরু করেন। তখন মুখোশধারী আরো কয়েকজন এসে ছাদিকের উপর অতর্কিত হামলা শুরু করে। এক পর্যায়ে ছাদিক নিথর হয়ে মাঠিতে লুটে পড়েন। তখন সন্ত্রাসীরা মৃত ভেবে রাস্তায় ফেলে যায় ও যাবার সময় মোটর সাইকেল ভাংচুর করে। পরে পথচারীরা উদ্ধার করে ছাদিককে প্রথমে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিয়ে যান ও পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, ছাদিক হামলায় হাত পা ও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ছাদিককে হাসপাতালে পৌঁছে দেওয়া পথচারী স্থানীয় পূর্বগ্রামের গ্রামের বিলাল আহমদ। বিলাল বলেন, ছাদিকের জ্ঞান ফিরলে তিনি এসব তথ্য আমাকে জানান। এ বিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।