সর্বশেষ

» স্তন ক্যানসারে দেশে বছরে ৮ হাজার নারীর মৃত্যু, আক্রান্ত ১৩ হাজার

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক:: দেশে প্রতি বছর স্তন ক্যানসারে আট হাজার নারী মারা যান। নতুন করে সংক্রমিত হন প্রায় ১৩ হাজার। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ এবং দেরিতে চিকিৎসকের কাছে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফোরামের প্রধান সমন্বয়কারী এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।

ক্যানসার নিয়ে কাজ করা ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত মোর্চা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে হাবিবুল্লাহ তালুকদার বলেন, বাংলাদেশে সার্বিকভাবে ক্যানসার নির্ণয় ও চিকিৎসাব্যবস্থা অপ্রতুল। স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যানসার স্ক্রিনিংয়ের কোনো জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।

তিনি বলেন, স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার নির্ণয় করা গেলে এবং সময়মতো পরিপূর্ণ চিকিৎসা দিতে পারলে শতকরা ৯০ ভাগ রোগী সুস্থ করা সম্ভব। দুঃখের বিষয় এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকায় তিন-চতুর্থাংশ রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। অবিলম্বে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার-এই তিনটির জন্য সমাজভিত্তিক, সংগঠিত ও সমন্বিত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031