সর্বশেষ

» নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি হলেন এডভোকেট ইশতিয়াক

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বারের সদস্য এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা)-এর সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুছ ছালাম মন্ডল স্বাক্ষরিত বিগত ১৪ মার্চ প্রেরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরসমূহে প্রেরণ করা হয়েছে।

সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী পর পর ২ বার বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলা  শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। ছাত্রজীবনে তিনি ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ হিসেবে দায়িত্ব পালন করেন। এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের মৃত সাহেদ আহমদ চৌধুরী (বাদল মিয়া) ও তাহেরা আক্তারের জ্যেষ্ট পুত্র।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী।

[hupso]

সর্বশেষ