সর্বশেষ

» যুক্তরাষ্ট্রের মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: 
যুক্তরাষ্ট্রের মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন পালন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় (২৪ ডিসেম্বর) ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে মিশিগান ষ্টেট যুবলীগ (যুক্তরাষ্ট্র) উদ্দ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিশিগান ষ্টেট যুবলীগের সভাপতি সালেহ রাজেল তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ গুলজারে পরিচালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে ছিলেন মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা, উপদেষ্টা নুরুল আমিন, আব্দুল মজিদ, এজাজ আহমদ।

বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এডভোকেট মো: আব্দুর রশীদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের সভাপতি মোঃ আজমল হোসাইন, সহ সভাপতি রুহেল আমিন, ওয়ারেন সিটি কমিনার ড. খাজা সাহাব উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাক আহমদ মুক্তা, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, সাধারণ সম্পাদক আলি আহমদ ফারিস, মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ এ হোসেন সোলেমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. দিপক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আনসারি পাভেল, সদস্য আকবর হোসেন, সিলেট এমসি কলেজের সাবেক আব্দুল হানিফ কুটু, মিশিগান শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ বাছিত, মিশিগান স্টেট যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমদ তারেক, মিশিগান স্টেট ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুন।

উপস্থিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের উপ প্রচার সম্পাদক আবেদ মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক হৃদয় আহমদ, উপ দপ্তর সম্পাদক জনি দেব, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেনি দত্ত, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল হক, সদস্য ওয়েছ আহমদ, সঞ্জয় সূত্রধর, ময়নুল হক, মুসা আহমদ, মোহাম্মদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ও লালিত স্বপ্ন স্বাধীনতা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতার চূড়ান্ত বিজয়। বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির মহান নেতা শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা বাংলাদেশের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি নেতিবাচক প্রচারণা মোকাবেলায় প্রবাসীদের ভূমিকা জোরদার করার ওপর আলোকপাত করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ের গানসহ দেশের গান পরিবেশন করেন শিল্পী বৃন্দ।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031