সর্বশেষ

» দেশে আরও ৩৮ মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে আরও ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার মা ও শিশু মৃত্যু হার কমাতে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন কর্মশালায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930