সর্বশেষ

» সিলেট আইডিয়াল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২২ | বুধবার

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট ইসলামি স্কলার, শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী বলেছেন, মাদ্রাসা শিক্ষাথীদের কুরআন- হাদীসের চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তি নির্ভর বিজ্ঞান চর্চায়ও মনোনিবেশ করতে হবে। এর ফলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করা সম্ভব হবে। বৃহত্তর সিলেট অঞ্চলে ইসলামী ও আধুনিক শিক্ষার প্রসারে সিলেট আইডিয়াল মাদরাসার অগ্রনী ভুমিকা পালন করছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশে^র বিভিন্ন দেশে অধ্যয়নের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে।
তিনি বুধবার সিলেট আইডিয়াল মাদরাসার আলিম পরীক্ষার্থী-২০২২ এর বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আব্দুল খালিক, দেওয়ান সাইদুজ্জামান কুরাইশ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ফারুক মিয়া, প্রভাষক মোঃ রায়হান ও মাও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930