সর্বশেষ

» করোনা ভাইরাস প্রতিরোধে ঈকোয়্যালিটি সোসাইটির জেলা টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কোভিড ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচী জেলা টাউন হল মিটিং গত রোববার দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ এস.এম শাহরিয়ার।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মোজয় দত্ত, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল-আজাদ।
সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাঃ আহমেদ শাহরিয়ার এর পরিচালনায় জেলা টাউন হল মিটিং এর কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এডাব সিলেট জেলার সম্বনয়কারী শওকত হাসান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাইমুন নাহার নাসরিন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের প্রশিক্ষক সুলতানা আক্তার ফাইমা, জেলা স্বাস্থ্য সুপারিনটেনড প্রবোধ রঞ্জন দাশ, নাসিং সুপার জ্যোৎস্ন রাণী ঘোষ, স্টোর কিপার পূরবী রাণী দাশ, ডিএসআই স্নিন্ধেন্দু সরকার, ইপিআই’র স্টোর কিপার প্রকাশ দেবনাথ, সাখাওয়াত হোসেন, কনিকা রাণী দাস, মোঃ দেলওয়ার হোসেন, ফারুক আহমদ, জাবের আহমদ, শামীম আহমদ, ফরিদ উদ্দিন, ডিইপিআই’র অভিজিৎ ভট্টাচার্য, সুজন বণিক, সৈয়দ সেলিম হোসেন, হাফিজুর রহমান, ফজলে রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এস.এম শাহরিয়ার করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা প্রতিরোধের সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি যে ভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করছে তা নিঃসন্দে প্রশংসনীয়। তিনি বলেন, করোনা বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত ও ভয়-ভীতি না পেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তিনি ঈকোয়্যালিটি সোসাইটির মত অন্যান্য এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

[hupso]

সর্বশেষ