সর্বশেষ

» আইএফআইসি ব্যাংকের উদ্যোগে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: আই এফ আই সি ব্যাংক যে কোনো ক্রান্তিকালে স্বকীয় ভূমিকা রাখে।
অসহায়, দুস্থ এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানুষের মানবীয় গুণ। জাতির যেকোনো ক্রান্তিকালে যেসকল মানুষ, সংস্থা কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসে, তারা মূলত মানবতারই সেবা করে থাকে। আইএফআইসি ব্যাংকও জাতির যেকোনো ক্রান্তিকালে নিজস্ব অবস্থান থেকে ভূমিকা রাখে। সাম্প্রতিক বন্যার সময় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দশ কোটি টাকা প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আই এফ আই সি ব্যাংক ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটেও বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সমাজের সকল স্তরের মানুষের উচিত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা।
আইএফআইসি ব্যাংক-এর উদ্যোগে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুইশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি সিলেট শাখার ব্যাবস্থাপক এম এ কাইয়ুম চৌধুরী,গোইয়ানঘাট বাজার উপ-শাখার অফিসরা ইনচার্জ জুবায়ের আহমদ গোইয়ানঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উদ্দিন,জয়েন্ট সেক্রেটারি আলী হোসেন ও বাজার কমিটি’র সাধারন সম্পাদক জয়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[hupso]

সর্বশেষ