সর্বশেষ

» কানাইঘাটে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৪. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি :: প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় সড়কের বাজারে বন্যা দুর্গত পরিবারের মাঝে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে দিঘীরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কৃষি বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. মামুন আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য শাহাব উদ্দিন, রমিজ উদ্দিন, বদরুল ইসলাম, সাংবাদিক মুমিন রশিদ, শাহিন আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্য সামগ্রী প্রতিটি প্যাকেটে ছিল ১০কেজি চাল, ২কেজি প্যাকেটজাত ময়দা, ২কেজি আলু, ১কেজি করে চিনি, লবন, মসুর ডাল, চিড়া।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, এবারের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় প্রিমিয়ার ব্যাংক শত শত বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বন্যা দুর্গত সাড়ে ৩ শতাধিক পরিবারকে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে বন্যার্তদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় প্রিমিয়ার ব্যাংক আম্বরখানা শাখার ম্যানেজার হাবিবুর রহমান টিপু’র প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

[hupso]

সর্বশেষ