সর্বশেষ

» বানভাসি মানুষের পাশে সন্ধানীর সদস্যদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

প্রকাশিত: ২১. জুন. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক::

সিলেটের বানভাসি মানুষের পাশে রক্তদান সংগঠন সন্ধানীর সদস্যদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বন্যার শুরু থেকেই এ সংগঠন বানভাসি মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ নিয়ে যাচ্ছে।
সন্ধানীর দপ্তর সম্পাদক ইউসুফ আহমেদ অপু বলেন- রাস্তায় কোমর সমান পানি, ঘরে বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ বিচ্ছিন্নতা, সামর্থ্যের অধিক চাহিদা, ক্লান্তি, জরা কোনোকিছুই থামাতে পারবেনা মানবসেবার মহান ব্রত নিয়ে আত্মনিয়োগকৃত সন্ধানীর সদস্যদেরকে।

পথে পথে অনেক বাঁধা বিপত্তি সত্তেও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে সিলেটে অবস্থিত সন্ধানীর তিন ইউনিট, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী পার্কভিউ মেডিকেল কলেজ ইউনিটের। তারপরও প্রায় তিন শতাধিক পরিবারের কাছে ত্রাণ পৌঁছাতে আমরা সক্ষম হয়েছি। যদিও চাহিদার তুলনায় আমাদের সামর্থ্য খুব কম; কিন্তু, আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমরা হাল ছাড়বো না। প্রতিটি দুর্যোগ, প্রতিটি অসহায় মানুষের পাশে আমরা আছি, আমরা থাকবো।

আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান সৃষ্টিকর্তা আমাদের মানবসেবার সুযোগ দিয়েছেন এটাই আমাদের প্রাপ্তি, আমাদের জীবনের সার্থকতা।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, গুড়, ওরস্যালাইন, বিস্কুট, চিপস ইত্যাদি।

[hupso]

সর্বশেষ