সর্বশেষ

» জৈন্তাপুরে বন্যা কবলিত মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান কামাল

প্রকাশিত: ২০. মে. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

শুক্রবার ২০মে দিনভর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বন্যা দুর্গত বিভিন্ন  এলাকায় নৌকা যোগে শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, টানা ১৫দিন পর আল্লাহর অশেষ মেহেরবানীতে জৈন্তাপুর উপজেলা বন্যা দূর্যোগ হতে মুক্তি পাচ্ছে। কয়েকটি ইউনিয়নের পানি নেমে গেছে। বাকী ইউনিয়নের পানি নামতে শুরু করেছে। উপজেলার সামাজিক, রাজনৈতিক দেশে-বিদেশ থেকে বন্যা কবলিত মানুষের জন্য যারা সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন

বন্যার ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা ও জেলা প্রশাসন সহ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

এসময় উপস্থিত  ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য  আবুল কাসেম মারুফ, জয়নাল হাবিজ প্রমূখ।

[hupso]

সর্বশেষ