সর্বশেষ

» ঢাকায় জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক জিন লুইস

প্রকাশিত: ১২. মে. ২০২২ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের নাগরিক জিন লুইস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এ নিয়োগ দিয়েছেন বলে সংস্থার নিউইয়র্কের সদর দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও মানবিক বিষয়ে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন লুইস। এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক পরিচালক এবং লেবাননে ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক কর্মসূচির উপ-পরিচালক পদে দায়িত্ব সামলেছেন তিনি।
এই উন্নয়নকর্মী জেনেভায় জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) জরুরি বিভাগে গ্লোবাল ক্লাস্টার সমন্বয় বিভাগও পরিচালনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্বাতক ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্ট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও ইউরোপিয়ান স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন লুইস। তিনি ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষায়ও সাবলীলভাবে কথা বলতে পারেন।

[hupso]

সর্বশেষ