সর্বশেষ

» ভারতের প্রধানমন্ত্রীকে ইউক্রেন প্রেসিডেন্টের ফোন: পাশে থাকার অনুরোধ

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোনে করে তাঁর পাশে থাকার অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি তার নিজের টুইটার হ্যান্ডেলে এই ফোনালাপের খবর দিয়েছেন।

এতে তিনি লিখেছেন— ইউক্রেনে রুশ আগ্রাসনের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এতে তিনি লিখেন- ‘এক লাখেরও বেশি রুশ হানাদার আমাদের মাটিতে রয়েছে। তারা বেসামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি আমাদের পাশে দাঁড়াতে। এই আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।’

পাশাপাশি নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকারও প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রথম কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ফোনালাপে মোদি রুশ হামলায় নিহত ইউক্রেনীয়দের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং এখনই যুদ্ধ বন্ধ করে দুপক্ষকেই আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।

[hupso]

সর্বশেষ