সর্বশেষ

» বিনা ভোটে ৮১ চেয়ারম্যান, নির্বাচন-ই হচ্ছে না ৫ ইউপিতে!

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপের ৮৩৬টি ইউপি‘র মধ্যে ৮১ জনই বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদের সবাই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। দেশের ১৮টি জেলার ২৮টি উপজেলায় এসব প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে এসব ইউপিতে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোনো নির্বাচন হচ্ছে না। এছাড়া কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৫টি ইউনিয়নে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায়ও কোনো ভোট নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে ৩৬৯ ইউপির মধ্যে ৬৯জন চেয়ারম্যান ভোটের আগে নির্বাচিত হন। ফলে প্রথম দুই ধাপের নির্বাচনে ১৫০ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হলেন। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

[hupso]

সর্বশেষ