সর্বশেষ

» দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২১ | রবিবার

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেন নি। তিনি জাতির ক্রান্তিলগ্নে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতিকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন। দেশে ভয়াবহ সংকট চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জ¦ালানী তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবন আজ স্থবির হতে চলেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই, মানুষের ভোটাধিকার নেই। শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপি গড়ে তুলতে হবে। এজন্য সকল পর্যায়ে কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। কাউন্সিল সফলে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি রোববার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৭নং জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাই মাসুকের সভাপতিত্বে, বিএনপি নেতা আলা উদ্দিন আলাই ও আমিনুর রহমান সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তফাজ্জুল হোসেন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আব্দুল হাই মাসুককে সভাপতি ও আলাউদ্দিন আলাইকে সাধারণ সম্পাদক ও লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে জালালপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা হাফিজ সরওয়ার আহমদ।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, আব্দুস শহীদ পংকী, আব্দুল লতিফ খান, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমদ আলী, মনিরুল ইসলাম তুরণ, আব্দুল মালিক মল্লিক, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুহেল, লুৎফুর রহমান, বদরুল ইসলাম জয়দু, হাজী ইউনুছ আহমদ, আখলাকুল আম্বিয়া বাতিন, শেখ ইদ্রিস আলী তুরন, আব্দুল করিম তফই, জিল্লুর রহমান জিলন, পারভেজ আহমদ, ছালিক আহমদ, শামীম আহমদ, ফয়েজ উদ্দিন, লোকমান আহমদ, সুজন আল মামুন সুন্দর, আব্দুল আলিম, স্বপন আহমদ, রাছেল আহমদ, যুবদল নেতা আনহার আহমদ মারনুছ, বাহার উদ্দিন কুটন, আতাউর রহমান, মাহমুদুর রহমান সুফি, ফয়েজ আহমদ, শাহেদ আহমদ, মিছবাহ উদ্দিন, সৈয়দ লিমন, ছাত্রদল নেতা সৈয়দ মাহতাব, সুমন আহমদ, সেকুল আহমদ, ফয়েজ আহমদ, এহসানুল হক শাফি, নুরুল ইসলাম, সজিব আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন আহমদ, আজমল আলী ও শাহ জুয়েল প্রমূখ। বিজ্ঞপ্তি

[hupso]

সর্বশেষ