সর্বশেষ

» লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে কানাইঘাট উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: 

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন। বিশ্বব্যাপী ২১০ টি দেশে মানবতার সেবা করে যাচ্ছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বন্যা দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।

সোমবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লায়ন ফজলুর বাসিত বেলালের উদ্যোগে সিলেটের স্থানীয় লায়ন নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ইমার্জেন্সি রিলিফ কমিটির ব্যবস্থাপনায় বন্যা কবলিত কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের প্রায় ২শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা এসব কথাগুলো বলেন।

এ সময় ডিষ্ট্রিক ৩১৫ বি-১ এর নব নির্বাচিত গভর্ণর লায়ন শাহিনা রহমান বলেন, আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটেও অনেক অসহায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে ও সিলেট লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মুহিতুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন ফজলুল বাসিত বেলাল। বক্তব্য রাখেন পিডিজি হেলেন নাছরিন, কেবিনেট সেক্রেটারী ফরিদা ইয়াসমিন, লায়ন কেবিনেট ট্রেজারার শফিকুল ইসলাম কনক এমজেএফ, লায়ন শফিকুল আলম হীরা, ১ম ভাইস ডিষ্ট্রিক গভর্ণর লায়ন শরীফ আলী খান, ২য় ভাইস ডিষ্ট্রিক গভর্ণর লায়ন লুৎফুর রহমান, ঝিংগাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন ড. এম. এস জামান চৌধুরী বাহার, মামুনুর রশীদ সামন, হুমায়ুন কবির, ইমরান আহমদ, বদরুল আলম, মাস্টার মুহিবুর রহমান, মাস্টার শহুদুল ইসলাম চৌধুরী, আব্দুন নূর, মাওলানা নোমান আহমদ চৌধুরী, আবুল হাসনাত,মাস্টার সোলেমান চৌধুরী, মাস্টার মাহবুবুর রহমান, সোহেল আহমদ প্রমুখ।

[hupso]

সর্বশেষ