সর্বশেষ

» মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। এর আগে মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী  ্ও পরে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি।

এবার মুহিউদ্দিন ইয়াসিনেরই স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার রাজকীয় পরিবারের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে ইসমাইল সাবরিকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, ১১৪ জন সংসদ সদস্যের সমর্থন পেয়েছেন ইসমাইল সাবরি।

তাই ফেডারেল সংবিধানের অনুচ্ছেদ ৪০ (২) (এ) এবং ৪৩ (এ) (এ) অনুসারে, ইসমাইল সাবরি ইয়াকুবকে (বেরা এমপি) মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামীকাল (শনিবার) দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইসমাইল সাবরি।

এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ইসমাইল সাবরি। ২০০৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি। পরের বছর অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয় তাকে।

২০১৩ সালে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয় তাকে। এর দুই বছর পর গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

[hupso]

সর্বশেষ