সর্বশেষ

» সিলেটে করোনায় মৃত্যুর সব রেকর্ড ভঙ্গ, ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এটি সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ২০ জুলাই সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়।

এদিকে একই সময়ে সিলেট বিভাগের ১ হাজার ৯১০ নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ।

বুধবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ১২৬ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জন।

[hupso]

সর্বশেষ