সর্বশেষ

» বাংলাদেশসহ ৪ দেশের ফ্লাইট প্রবেশে অনির্দিষ্টকালের জন্য কুয়েতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১. মে. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত।

সোমবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এ নিষেধাজ্ঞা জারি করে। যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও এসব দেশ থেকে কুয়েতে কার্গো বিমান পরিবহনে কোনো বাধা নেই।

ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকদের কুয়েতে আসতে হলে তাদের তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরব আমিরাত বুধবার থেকে এই চার দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তবে আমিরাতও কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানায়।

[hupso]

সর্বশেষ