সর্বশেষ

» এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেয়া কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে আড়াই হাজার বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

 

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায়, ভার্চুয়াল এক মত বিনিময় সভায় এ কথা জানান তিনি। এসময় গেল কয়েক দিনে করোনা শনাক্তের হার বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেয়া কঠিন হবে। সংক্রমণ কমাতে না পারলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

রাজধানীর আশেপাশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা আছে জানিয়ে মন্ত্রী সেসব হাসপাতালে সেবা নেবার আহ্বান জানান।

 

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৪৬ জনের প্রাণহানি হলো। আর, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৫,৩৫৮ জন। যা এ পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

[hupso]

সর্বশেষ