সর্বশেষ

» যে কারণে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। তবে আগামী ১ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, কমিশন সভায় জানানো হয়েছে ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

[hupso]

সর্বশেষ