সর্বশেষ

» কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া আ.লীগের শাখা কমিটি বাতিল নয়

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া আওয়ামী লীগের কোনো শাখা কমিটি বাতিল করা যাবে না বলে সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায়, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্মেলন বা কাউন্সিল ছাড়া সংগঠনের কোনো পর্যায়ের শাখা কমিটি বা তার সহযোগী বা ভাতৃপ্রতিম সংগঠনের কোন কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না। এই ধরনের কোন কমিটির বাতিল বা বিলুপ্ত করার ক্ষমতা কেবল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বলেও জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি বিধান অনুসরণ করার আহ্বান জানানো হয়। একই সাথে সংগঠনের সব নেতাকর্মীকেও গঠনতন্ত্রের বিধিবিদান মানার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

[hupso]

সর্বশেষ