সর্বশেষ

» কৃষি বিভাগ আমাদের প্রকৃত বন্ধু: কানাইঘাটে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: 
কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগন্জ গ্রাম মাঠে ১০ ফেব্রুয়ারি বিকাল ৪.০০ ঘটিকার সময় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের মাঠ দিবস অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান এনডিসি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপ পরিচালক কৃষিবিদ মো:সালাহ উদ্দিন,কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিমল চন্দ্র সোম এর পরিচালনায় অনুষ্টিত সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ সহ উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ,কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা বৃন্দ ,জনপ্রতিনিধি,কৃষক প্রতিনিধি।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, কৃষি বিভাগ আমাদের প্রকৃত বন্ধু। কৃষি বিভাগ আছে বলেই আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বিশেষ অতিথি অতিরিক্ত পরিচালক তাঁর বক্তব্যে বলেন, কৃষি কে যান্ত্রীকীকরন করার লক্ষে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এবং সমলয়ের এ চাষাবাদ যান্ত্রীকীকরনের বাস্তবায়নে সফলতা পাচ্ছি।

[hupso]

সর্বশেষ