সর্বশেষ

» সিলেটের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে : কানাইঘাটে এড.নাসির উদ্দিন খাঁন

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ নাসির উদ্দিন খাঁন বলেছেন সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলা-ধুলায় প্রতিভামানরা দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে পারেন এজন্য উপজেলা পর্যায়ে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ ইতি মধ্যে অনেক উপজেলায় সম্পন্ন হয়েছে। কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, যুব ও ক্রীড়া সংগঠক, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের ভূয়সী প্রশংসা করেন তিনি। নাসির উদ্দিন খাঁন গত সোমবার রাত ৯টায় কানাইঘাটের চতুলে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে মস্তাক আহমদ পলাশ নাইটমিডবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সার্কেল এর এএসপি আব্দুল করিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, তথ্য ও গবেষনা সম্পাদক মুবশি^র আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, সদস্য এডঃ ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনাম আহমদ, উপজলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াছ উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন সহ উপজেলা ও বড়চতুল ইউপি আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় বড়বন্দের মনির একাদ্বশকে ট্রাইবিগারে ৫-৪গোলে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে স্বাগতিক দল শেখ রাসেল ফুটবল একাডেমী চতুল ঈদগাহ।

[hupso]

সর্বশেষ