সর্বশেষ

» স্ত্রীকে মারধরের মামলায় বিমানবন্দর থেকে কানাইঘাটের এক প্রবাসী গ্রেফতার

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২০ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ স্ত্রীকে মারধর করে সৌদিআরবে পালিয়ে যাওয়ার সময় আব্দুস শহীদ নামে কানাইঘাটের এক প্রবাসীকে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ধৃত আসামীর বাড়ি হচ্ছে উপজেলার লামাঝিঙ্গাবাড়ী মিয়াগুল গ্রামে, সে গ্রামের আজির উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুস শহীদ তার নিজ বাড়িতে স্ত্রী হাবিবা আক্তারকে মারধর সহ লোহার সাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। হাবিবাকে উদ্ধার করে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ ঘটনায় হাবিবার মা রাজাগঞ্জ মইনা গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রুশনা বেগম বাদী হয়ে হাবিবার স্বামী আব্দুস শহীদ, শশুড় আজির উদ্দিন, শাশুড়ী নেহারুন নেছা ও ননদ মাসুদা বেগমকে আসামী করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেকর্ড করে। থানার মামলা নং- ২৩,তাং- ১৯/১০/২০২০ইং। ঘটনার পর থেকে স্বামী আব্দুস শহীদ বাড়ি থেকে পালিয়ে যায়। সে যাতে করে প্রবাসে তার কর্মস্থলে পালিয়ে যেতে না পারে সেজন্য কানাইঘাট থানা পুলিশ দেশের প্রতিটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠান। একপর্যায়ে গত বৃহস্পতিবার আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রাজিব মন্ডল একদল পুলিশ নিয়ে আটককৃত আব্দুস শহীদকে গ্রেফতার করে শুক্রবার কানাইঘাট থানায় নিয়ে আসেন। এ প্রবাসীকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

[hupso]

সর্বশেষ