সর্বশেষ

» ওমানে নতুন সিদ্ধান্ত, কর্মহীনের আশঙ্কা লাখো প্রবাসীর

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: ওমানের সরকারি প্রতিষ্ঠানে বিদেশিদের জায়গায় নিজেদের শ্রমিক রাখার প্রস্তাব করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের লাখো প্রবাসী কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) ওমানের বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে, প্রবাসী শ্রমিকদের স্থলে স্থানীয়দের রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে, ওমানি জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি সুপারভাইজারি পদগুলোতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

ওমানের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক লাখ প্রবাসী কর্মরত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা আট লাখের বেশি। নতুন প্রস্তাবনার বাস্তবায়ন হলে এসব প্রবাসীদের চাকরি হারিয়ে দেশে ফিরতে হতে পারে বলে মত বিশ্লেষকদের।

[hupso]

সর্বশেষ