সর্বশেষ

» কানাইঘাটে মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের শিক্ষা ও সামাজিক সংগঠন মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক ৫ম মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা ও মরহুম কুতুব অালী স্মৃতি মেধা ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্টান অাজ শনিবার( ১২ সেপ্টেম্বর) স্থানীয় মিয়াগুল জামে মসজিদে অনুষ্টিত হয়। সংস্থার সভাপতি সোলেমান অাহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ছালিম অাছলামের সঞ্চালনায় এতে  প্রধান অতিথি ছিলেন ৫ নং বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল হোসেন চতুলী।

প্রধান অালোচক ছিলেন সিলেট জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওলানা মাসুক অাহমদ।

বিশেষ অতিথি ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জালাল উদ্দিন, ইক্বরা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ফারুক অাহমদ,

এফ অার এইচ অাদর্শ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা ফারুক অাহমদ, ছাত্রনেতা ইব্রাহীম অালী।

সভায় বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যত কান্ডারী। তাদেরকে যথাযথ পরিচর্যার মাধ্যমে মানববসম্পদে গড়ে তুলতে হবে। তাদেরকে যদি ছোটবেলা থেকেই নীতি -নৈতিকথা, দেশপ্রেম,  মেধাবী কর্মট হিসেবে গড়ে তোলা যায় তবে অাগামীর বাংলাদেশ হবে অালোকিত সমৃদ্ধ। তাই, ভবিষ্যত বাংলাদেশের সুযোগ্য নাগরিক তৈরির দায়িত্ব নিতে হবে এখনি।

[hupso]

সর্বশেষ