সর্বশেষ

» ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েনের নির্দেশ

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলার পর দেশের সব ইউএনওর সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে (ডিজি) দেওয়া চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাহেদ আলী (আনসার ও সীমান্ত) রাতে বলেন, ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র চারজন করে আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

 

অতিরিক্ত সচিব বলেন, এরই মধ্যে বেশিরভাগ উপজেলায় মোতায়েন করা হয়েছে। সবশেষ তথ্যে ৪/৫টি উপজেলা ছাড়া সব উপজেলায় আনসার মোতায়েন করা হয়েছে।

কালকের (শনিবার) মধ্যে ৪৯২ উপজেলায় আনসার মোতায়েন শেষ হয়ে যাবে।

[hupso]

সর্বশেষ