সর্বশেষ

» কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২০ | বুধবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও ৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিট হতে দুপুর ১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” ভোলাগঞ্জ এবং লিলাই বাজারে ৫ জন অপরাধীকে বিভিন্ন অংকে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি লিস্টার মেশিন হাতুড়ি দিয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার অনুপমা দাস বলেন, লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। লিজ বহির্ভূত জায়গা থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

[hupso]

সর্বশেষ