সর্বশেষ

» কানাইঘাটের কাঠালবাড়ী হাওর দ্বীপ পরিদর্শনে শাবিপ্রবির গবেষক দল

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২০ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন স্পট কাঠালবাড়ী হাওর দ্বীপের বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা কর্মের উদ্যোগ গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।

 

গতকাল ১০ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে একটি দল  প্রাথমিকভাবে এই হাওর দ্বীপ পরিদর্শন করেন।কাঠালবাড়ী নিয়ে গবেষণা কাজ করতে এই গবেষক দল নিয়ে গবেষণা কাজের উদ্যোগ গ্রহণ করেন কানাইঘাটের কৃতি সন্তান আ ফ ম জাকারিয়া।

 

গবেষক দলের অন্য সদস্যরা হলেন নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান,  একই বিভাগের শিক্ষার্থী মহি উদ্দিন জাবের ও জুবায়ের আহমদ।

[hupso]

সর্বশেষ