সর্বশেষ

» কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞায় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিক

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: করোনা ভাইরাসের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। শনিবার কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্টে নতুন তালিকা প্রকাশ করা হয়।

 

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো- ভারত, ইরান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, ফিলিপিন্স, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া ও হার্জেগোভিনা।

 

নিষেধাজ্ঞার তালিকায় আরো রয়েছে- শ্রীলংকা, নেপাল, ইরাক, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর ম্যাসেডোনিয়া, মালদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টেনেগ্রো, ডোমেনিয়ান রিপাবলিক ও কসোভো।

 

তালিকায় বলা হয়, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

 

অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

 

এর আগে সাত দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিলো। সেই তালিকায়ও বাংলাদেশের নাম ছিলো।

[hupso]

সর্বশেষ